News71.com
 International
 25 Feb 18, 12:36 PM
 204           
 0
 25 Feb 18, 12:36 PM

ভারতে ৪০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি কাঠগড়ায় হীরে ব্যবসায়ী, দায় এড়ালেন অর্থমন্ত্রী জেটলি

ভারতে ৪০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি কাঠগড়ায় হীরে ব্যবসায়ী, দায় এড়ালেন অর্থমন্ত্রী জেটলি

আন্তর্জাতিক ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। আবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ৪০০ কোটি টাকার এক বিরাট কেলেঙ্কারি সামনে এল। প্রমাণ হল, নীরব মোদির ব্যাঙ্ক জালিয়াতি সত্যিই হিমশৈলের চূড়া মাত্র। ব্যাঙ্কের টাকা বেমালুম আত্মসাৎ করে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে। আজ সিবিআই দিল্লির এক সোনা ও হীরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই প্রতিষ্ঠানটিও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতোই এই ঋণটি দিয়েছে আর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। দ্বারকা দাস শেঠ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক সংস্থা জুয়েলারি ব্যবসা সম্প্রসারণের জন্য ২০০৭ সাল থেকে লাগাতার বছরের পর পর ধরে ‘লেটার অফ ক্রেডিট’ দেখিয়ে ব্যাঙ্ক থেকে লোন আদায় করেছে। কিন্তু আদতে ব্যবসার কোনও সম্প্রসারণই করেনি তারা। এক্ষেত্রেও লেটার অব ক্রেডিটের আপডেট করেই নতুন করে ঋণ নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হল, আগের লোন যে একবারও শোধ দেওয়া হয়নি, সেটা যাচাই করাই হয়নি। এভাবে বকেয়া ঋণের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা স্পর্শ করেছে।

অভিযুক্ত দিল্লির ওই সংস্থার চার ডিরেক্টরেরও খোঁজ মিলছে না। তাঁদের নামে মামলা রুজু করেছে সিবিআই। নীরব মোদির ১১ হাজার ৪০০ কোটি টাকার ব্যাঙ্ক কেলঙ্কারির পর কখনও রোটোম্যাক, কখনও সুরাটের গয়না ব্যবসায়ীর মতো একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা সামনে আসছে। বস্তুত এরকম সন্দেহ প্রথম থেকেই রয়েছে তদন্তকারী সংস্থাগুলির। সন্দেহ হল, ভারতীয় শিল্প-বাণিজ্যমহলে এরকম অসংখ্য ছোট ও বড় নীরব মোদি আছে। তাদের ক’জন এখনও এদেশে আছেন এবং ক’জন যে নীরব মোদির স্টাইলেই বিদেশে পাড়ি দিয়েছেন, তা এখনও পুরোপুরি জানা সম্ভব নয়। এদিকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আবার বলেছেন, ব্যাঙ্ক ম্যানেজমেন্টগুলিই সম্পূর্ণভাবে দায়ী এই ঘটনাগুলির জন্য। দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং কর্মীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। সেই তদন্তেই জানা যাবে এই গাফিলতির বীজ কতটা ছড়িয়েছে। তিনি বলেছেন, দুর্নীতি রোধে সবরকম অধিকারই দেওয়া হয়েছে ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে। অথচ অডিট থেকে মনিটরিং কিছুই করা হয়নি। একইসঙ্গে আজ অর্থমন্ত্রী পরোক্ষে বার্তা দিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া এখনই সম্ভব নয়।

উল্লেখ্য, এভাবে একের পর এক দুর্নীতি আর ব্যাঙ্ক লুটের সংবাদ প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেছিলেন, সময় এসেছে এবার ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হোক। তাহলেই একটি নির্দিষ্ট শৃঙ্খলা আর মনিটরিং তথা দায়বদ্ধতা আসবে কর্মীদের মধ্যে। এরপর সেই যুক্তিতেই সায় দিয়েছে প্রায় সিংহভাগ বণিকসভাও। বণিকসভাগুলিও ব্যাঙ্ক বেসরকারিকরণের পক্ষেই মতামত পোষণ করে। আজ অর্থমন্ত্রী অরুণ জেটলি কিন্তু সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেছেন এমন নয়। তিনি শুধু বলেছেন, এই ব্যাপারে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। প্রতিটি রাজনৈতিক দলকেই একজোট হয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত অনুমান এখনও রাজনৈতিক দলগুলি এই বিষয়টি সমর্থন করার জন্য প্রস্তুত নয়।’ সুতরাং এখনই ওই প্রস্তাব নিয়ে যে সরকারও বিশেষ এগবে না, তা বোঝা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন