আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে সন্ত্রাসবিরোধী ইউনিটের সদরদপ্তরে গাড়ি বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে জঙ্গিদের এ হামলায় আরো ৪০ জন আহত হন। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে একে শহীদি অভিযান বলে বর্ণনা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।একইসঙ্গে ছয় বন্দুকধারী হামলা চালায়।অন্যদিকে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের গুলি করে হত্যা করে। তাদের লাশ সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবিরোধী ইউনিটের সদরদপ্তরে বাইরের গেট পার হওয়ার আগেই সব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।