News71.com
 International
 25 Feb 18, 09:59 AM
 195           
 0
 25 Feb 18, 09:59 AM

ভারতের পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য সুখবর ।। নতুন বিশেষ ট্রেনের ঘোষণা  

ভারতের পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য সুখবর ।। নতুন বিশেষ ট্রেনের ঘোষণা   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্যে সুখবর। গরম কালের জন্যে সাধারণ নিত্য যাত্রীদের জন্যে বিশেষ ট্রেন ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার।পশ্চিমবঙ্গ এবং বিহারকে এই নতুন ট্রেন দেওয়া হয়েছে।জানা গিয়েছে, দুটি রুটে সপ্তাহে ৫২টি সামার স্পেশাল ট্রেন চালাবে রেল।একটি শিয়ালদহ থেকে আনন্দবিহার এবং অন্যটি বিহারের ভাগলপুর থেকে মুজফ্ফপুর পর্যন্ত।গতকাল শনিবার ভারতীয় রেল মন্ত্রণালয়ের তরফ থেকে ট্যুইটে জানানো হয়েছে এই তথ্য।

আগামী এপ্রিলের ৭ তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত ট্রেনগুলি প্রত্যেক শনিবার করে ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে।শনিবার বেলা ১২টা ৫৫ মিনিটে ছাড়বে ট্রেনটি।আনন্দবিহারে পৌঁছবে পরের দিন ১টা ৪৫ মিনিটে।ডাউন ট্রেনটি আনন্দবিহার থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন শিয়ালদহে পৌঁছবে রাত ৭টা ৪০ মিনিটে।ভাগলপুর থেকে মুজফ্ফরপুরের মধ্যে সামার স্পেশাল ট্রেনগুলির পরিষেবা থাকবে ২ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত।প্রত্যেক সোমবার করে ছাড়বে বলে জানা গিয়েছে।আপ ট্রেনটি ভাগলপুর থেকে রাত ৯টার সময় ছাড়বে।পর দিন মুজফ্ফরপুর পৌঁছবে ভোর ৪টের সময়ে। ডাউন ট্রেনটি মুজফ্ফরপুর থেকে সকাল ৭টা ২৫-এ ছেড়ে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবে গন্তব্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন