News71.com
 International
 24 Feb 18, 09:27 AM
 245           
 0
 24 Feb 18, 09:27 AM

সামরিক বাহিনীতে চাকরি করতে পারবে সৌদি নারীরা ।। সৌদি যুবরাজ সালমান

সামরিক বাহিনীতে চাকরি করতে পারবে সৌদি নারীরা ।। সৌদি যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে।সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে ভিশন ২০৩০ ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও পবিত্র মদীনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে।সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতের মাধ্যমে এ তথ্য জানিয়েছে এবং খবরটি আরব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।এতদিন সৌদি নারীরা এসব চাকরি করতে পারত না এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছ তবে, তার এই ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সৌদি সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন