আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দফায় দফায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।এদের মধ্যে ২০ জনই সৈন্য।আহত হয়েছে আরও বহু লোক।আজ শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুলুক জেলায় এই হামলা চালানো হয়।একটি সেনাঘাঁটিতে তালেবান সন্ত্রাসীদের অতর্কিত হামলায় কমপক্ষে ১৮ সেনাসদস্য নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দউলত ওয়াজির জানান, তালেবান যোদ্ধারা ফারাহের বালা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুলুক জেলার ওই সেনাঘাঁটিতে হামলা চালালে ১৮ সৈন্যসহ সেনাঘাঁটি টির আশে পাশে থাকা মোট ২৪ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে।পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।তালেবান এ হামলার দায়ও স্বীকার করেছে।