আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার রাজ্যের মুফাফফরপুরে একটি বেপরোয়া গতির জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একদল স্কুলশিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই ৯জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে ২০ জন।আজ শনিবার বিকালে স্কুল ছুটির পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।ছুটির পর বাচ্চারা এসময় দল বেঁধে হেঁটে বাড়ি ফিরছিল।তাদের স্কুল ভবনের সামনের রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণহীন জিপগাড়ি গাড়িটি তাদের ওপর তুলে দেয় এক মাতাল চালক।
মুজাফফরাবাদের এসপি বিবেক কুমার গণমাধ্যমকে জানান, জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের মিনাপুর থানাধীন আহিয়াপুর-ঝাপাহা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় আহত ২০টি শিশুকে চিকিসার জন্য শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুদের বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।