আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।এটিকে এ যাবতকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন।আজ শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়াভিত্তিক ১৬টি শিপিং কোম্পানির নাম রয়েছে। ওই কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি হংকং, দুইটি চীন, দুইটি তাইওয়ান,পানামা ও সিঙ্গাপুর থেকে রেজিস্টার্ড করা।এ ছাড়া ২৮টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এগুলোর মধ্যে দুটি পানামা, একটি কমোরস ও তানজানিয়ার পতাকাবাহী জাহাজ।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা(উত্তর কোরিয়া)একটি দুর্বৃত্ত রাষ্ট্র।এই অবরোধ কাজ না করে আমরা দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হবো। ধাপটি আরও কঠিন হতে পারে। দ্বিতীয় ধাপ বিশ্বের জন্যও দুভার্গ্যজনক হতে পারে।যুক্তরাষ্ট্রের দাবী, উত্তর কোরিয়াকে নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে আরও বেশি করে চেপে ধরা সম্ভব হবে। দেশটি তেল ও কয়লা বেঁচে যে রাজস্ব আয় করে সেটির রাস্তাও অনেকটা বন্ধ হয়ে আসবে।