আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভূমিধসে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরো ১৫ জন নিখোঁজ রয়েছে।নিহতরা সবাই কৃষক।জাভার মধ্যাঞ্চলে ব্রেবেস এলাকায় আজ শনিবার সকালে শষ্যের ক্ষেতে কাজ করার সময় এই ভূমিধসের ঘটনা ঘটে।পার্বত্য এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।