আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ-সহ ১৬টি রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷আগামী ২৩ মার্চ হবে নির্বাচন৷মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মার্চ৷রাজ্যসভার এই ৫৮টি আসনের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে৷সবচেয়ে বেশি আসন খালি হচ্ছে যোগীর রাজ্যে৷উত্তরপ্রদেশের ১০ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে৷তারপরেই আছে বিহার ও মহারাষ্ট্র৷এই দু’টি রাজ্যের ৬ টি আসন খালি হচ্ছে৷ পাঁচটি আসন খালি হচ্ছে মধ্য প্রদেশে ও পশ্চিমবঙ্গ থেকে৷
গুজরাট ও কর্ণাটকের চার জন সাংসদের মেয়াদ ফুরাচ্ছে৷অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ওডিশা ও রাজস্থান থেকে তিনটি করে আসন খালি হচ্ছে৷অন্যদিকে ঝাড়খন্ড থেকে দু’জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে৷হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছড়িশগড় এবং উত্তরাখন্ড থেকে একটি করে আসন খালি হচ্ছে৷৫৮ জনের মধ্যে অনেক কেন্দ্রীয় মন্ত্রীও আছেন যাদের মেয়াদ ফুরোচ্ছে এপ্রিল মাসে৷এদের মধ্যে আছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী রবি শংকর প্রসাদ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রমুখ৷