আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান থেকে সন্ত্রাসীদের মদত দেওয়া হচ্ছে, এ অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই।এবার সন্ত্রাসে আর্থিক মদতদাতা দেশ হিসেবে পাকিস্তানের নাম উঠছে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি পাকিস্তানকে এ তালিকায় রাখার জন্য আগ্রহী ছিল।ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) নামে একটি সংস্থা এ তালিকা তৈরি করে।এ সংস্থা বিভিন্ন দেশের সন্ত্রাসে অর্থায়ন ও মুদ্রা পাচারের ওপর নজর রাখে।পাকিস্তান সন্ত্রাসে অর্থ দিচ্ছে অভিযোগে পাকিস্তানকে এফএটিএফ তালিকায় রাখতে জোর প্রচেষ্টা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।
আজ শনিবার পাকিস্তানকে ফের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় এফএটিএফ।এ সপ্তাহের শুরুর দিকে চীন, তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ তালিকাভুক্তির বিরোধিতা করে পাকিস্তানকে বাঁচিয়েছে।কিন্তু গত বৃহস্পতিবার চীন এবং জিসিসি’ও বিরোধিতা করা থেকে সরে আসে। এরপরই এফএটিএফ এর সিদ্ধান্ত হয়েছে।পাকিস্তান এর আগে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর এফএটিএফর নজরদারি তালিকায় ছিল।এবার ফের তালিকায় ওঠায় দেশটি আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে।