আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা রাজ্য পুলিশ। আজ শুক্রবার দুপুরে কলকাতার সুভাস চন্দ্র বসু বিমানবন্দর থেকে দুজন ও কলকাতার নিউটাউন পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় পাসপোর্টধারী এই তিন ব্যক্তিকে বিমানবন্দরের ইমিগ্রেশন গোয়েন্দারা সন্দেহের বসে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। ম্যারাথন জেরার একপর্যায়ে আটক ব্যক্তিগন নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেন । পরে ওই দিন বিকালে তাদের পুলিশ হেফাজতে আদালতে পাঠালে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠান মহকুমা আদালত।