আন্তর্জাতিক ডেস্কঃ বিয়েতে উপহার হিসাবে পাঠানো হয়েছিল বোমা৷সেই বোমা ফেটে বরের মৃত্যু হয়েছে৷মারা গেছে বরের ঠাকুমা ও ভাই৷ গুরুতর আহত হয়েছেন স্ত্রীও৷আজ শুক্রবার ভারতের উড়িষ্যা প্রদেশের বোলাংগির জেলার পাটনাগড় গ্রামে এ ঘটনা ঘটে।গত ১৮ ফেব্রুয়ারি সৌম্য শেখর সাহুর সঙ্গে বিয়ে হয় রিমা সাহুর৷২১ ফেব্রুয়ারি ছিল রিশেপশন পার্টি৷ওই দিন বোমা রাখা পার্সেলটি নবদম্পতির হাতে তুলে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷এরপর শুক্রবার বিয়েতে পাওয়া উপহারগুলি খুলে দেখছিল ছেলের পরিবার৷কাছেই বসে ছিলেন সদ্য বিবাহিত সৌম্য৷বোমা রাখা পার্সেলটি খুলতেই সেটি ফেটে যায়৷ গুরুতর আহত হন সৌম্য, তার স্ত্রী রিমা ,ঠাকুমা ও ভাই৷
৪ জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাটনাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া যায়৷সেখান থেকে তিনজনকে স্থানান্তর করা হয় বোলাংগির হাসপাতালে৷ এখানেই মৃত্যু হয় সৌম্যর ঠাকুমা ও ভাইয়ের৷ এদিকে রিমার অবস্থা আশঙ্কাজনক৷বোলাংগির থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এক তদন্ত কর্মকর্তা জানান, ওই পার্সেলে কোন উপহার ছিল না৷ সেখানে বোমাই রাখা ছিল৷কেউ শত্রুতাবশত এই কাজ করেছে।