News71.com
 International
 23 Feb 18, 09:27 AM
 103           
 0
 23 Feb 18, 09:27 AM

তিব্বতের ধর্মগুরু দলাই লামাকে খুনের ছক কষেছিল ভারতের মুর্শিদাবাদের জামাত জঙ্গিরা।  

তিব্বতের ধর্মগুরু দলাই লামাকে খুনের ছক কষেছিল ভারতের মুর্শিদাবাদের জামাত জঙ্গিরা।   

আন্তর্জাতিক ডেস্কঃ চতুর্দশ তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে খুনের ছক করতে জেএমবি গোপন বৈঠক করেছিল হায়দরাবাদে৷সেই বৈঠকে স্থির হয়,বুদ্ধগয়ায় বিস্ফোরণ ঘটানো হবে৷এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে জামাত জঙ্গি নুর মহম্মদ৷এদিকে জেরায় জঙ্গি নুর জানিয়েছে, কোরান পড়ানোর নামেই তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল৷তবে সেখানে গিয়ে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হতে হয়৷সেখানেই গোপন ডেরায় নুরকে বলা হয়েছিল দলাই লামাকে সরিয়ে দিতে হবে৷ সেই লক্ষ্যেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল৷

এই জামাত জঙ্গি নুর মহম্মদ বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রী।মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা।চলতি বছরের ১৯ জানুয়ারি চতুর্দশ তিব্বতি ধর্মগুরু দলাই লামা বিহারের বুদ্ধগয়া ঘুরে যাওয়ার পরে সেখানে আইইডি বিস্ফোরণ হয়৷ সেই বিস্ফোরণের ঘটনার পরিকল্পনা এবং আইইডি বোমা রাখার অভিযোগে নুর মহম্মদকে নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে এসটিএফ৷গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক বিশেষ অভিযানের গ্রেফতার করা হয় নুর মহম্মদকে।আজ শুক্রবার তাকে ব্যাংকশাল কোর্টে তোলা হয়৷ বিচারক নুরকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন৷সেই ঘটনার প্রায় আড়াই সপ্তাহ পরে পুলিশের জালে ধরা পড়ল পঞ্চম জঙ্গি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন