News71.com
 International
 23 Feb 18, 12:02 PM
 113           
 0
 23 Feb 18, 12:02 PM

তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস।  

তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস।   

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস।সাবেক এক কর্মচারীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তোলপাড় চলছিলো অস্ট্রেলিয়ায়।আজ শুক্রবার জয়েস মন্ত্রীসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টির শীর্ষ পদ থেকেও আগামী সোমবার অব্যাহতি নেবেন।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের সাবেক গণমাধ্যম সেক্রেটারির সঙ্গে জয়েসের সম্পর্ক নিয়ে সরগরম অস্ট্রেলীয়ার রাজৈনিতক অঙ্গন।বিরোধীরা বলে আসছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে ন্যাশনাল পার্টির এ শীর্ষ নেতা মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন ।গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও উপপ্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন।মন্ত্রীরা যেন তাদের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে না জড়ান সে বিষয়েও তাদের সতর্ক করেন তিনি।এমন বাস্তবতায় আজ শুক্রবার নিজের সংসদীয় আসন সিডনির উত্তরপূর্বের মফস্বল শহর আর্মিডেলে এক সংবাদ সম্মেলনে জয়েস তার পদ ছাড়ার ঘোষণাকে সার্কিট ব্রেকার অ্যাখ্যা দেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন