আন্তর্জাতিক ডেস্কঃ ব্যবসায়িক ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী আচরণে ব্রাজিলমুখী হচ্ছে মেক্সিকান ব্যবসায়ীরা।২০১৭ সালে ব্রাজিল থেকে মেক্সিকোতে শুধু ভুট্টার আমদানি বেড়েছে ১০ গুণ।এ বছর আমদানির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।সরকারি ডাটা ও ব্যবসায়ীদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য। নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) চুক্তি বাতিলের হুমকি দিয়ে মেক্সিকো ও কানাডাকে চুক্তির শর্তাবলী নিয়ে পুনরায় আলোচনায় বসতে ট্রাম্পের বাধ্য করার ঘটনায় দেশটির ওপর আস্থা রাখতে পারছেন মেক্সিকান ব্যবসায়ীরা।তাদের আশঙ্কা, ওই আলোচনা ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সরবরাহকে বিঘ্নিত করবে। ফলশ্রুতিতে তারা বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়েন।মেক্সিকান ব্যবসায়ীরা এভাবে ব্রাজিলের দিকে ঝুঁকে পড়ায় বিপাকে পড়বেন যুক্তরাষ্ট্রের কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।কেননা একদিকে কৃষি পণ্যের দাম কম। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী বাড়ছে।