আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। পাশাপাশি চলছে ভয়ঙ্করসব মারনাস্ত্র মহড়া। আর তারই জের ধরে এবার মধ্যমপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার কথা জানিয়েছে ভারত। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এ ব্যাপারে ভারতের নিরাপত্তা সূত্র দাবি করেছে, গত মঙ্গলবার অগ্নি-২ ক্ষেপণাস্ত্রটি উড়িষ্যা উপকূলের আবুল কালাম দ্বীপ থেকে ছোঁড়া হয় এবং এ পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন ভারতের কর্মকর্তারা। ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এ পরীক্ষা চালায়। এতে সহযোগিতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও।
জানা গেছে, ২০ মিটার লম্বা অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ১৭ টন। পাশাপাশি এক টন ওজনের ওয়ারহেড বহন করে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। আগেই এ ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক বাহিনীতে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে কেন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হলো তা পরিষ্কার নয়।