আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের বোমা বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত হয়েছেন।দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাশিওতে এই বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনই ব্যাংক কর্মীসহ আরো ৩ জন।আজ বৃহস্পতিবার এ ঘটনায় আরো ২২ জন আহত হন।মিয়ানমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। হামলার সঙ্গে কোনো সন্দেহভাজন জড়িত আছে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।