News71.com
 International
 22 Feb 18, 07:21 AM
 108           
 0
 22 Feb 18, 07:21 AM

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১১, আহত ১৪।।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১১, আহত ১৪।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আজ বৃহস্পতিবার এক ভয়াবহ ভূমিধসে ১১ জন নিখোঁজ ও আরো ১৪ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। নিখোঁজ লোকেরা কৃষক। স্থানীয় সময় সকাল আটটায় জাভার মধ্যাঞ্চলের ব্রেবেস জেলায় শস্য পরিচর্যার সময় এ ঘটনা ঘটে।জেলা দুর্যোগ প্রশমন কর্মকর্তা বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় কৃষকরা ভূমিধসে চাপা পড়ে।পার্বত্য এলাকায় একটানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই ভূমিধস হয়েছে।প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে আহত আরো ১৪ কৃষক পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।জেলা দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।আবারো ভূমিধসের আশঙ্কায় স্থানীয়রা ওই এলাকায় প্রবেশ করছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন