News71.com
 International
 22 Feb 18, 07:20 AM
 108           
 0
 22 Feb 18, 07:20 AM

ভয়ঙ্কর হয়ে উঠছে ইন্দোনেশিয়ায় সিনাবাং পর্বতের আগ্নেয়গিরি।।সতর্কতা জারি  

ভয়ঙ্কর হয়ে উঠছে ইন্দোনেশিয়ায় সিনাবাং পর্বতের আগ্নেয়গিরি।।সতর্কতা জারি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়ঙ্কর হয়ে উঠছে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের সিনাবাং পর্বতের আগ্নেয়গিরি।অগ্ন্যুৎপাত ক্রমশ বাড়ছে,আশপাশে বিমান চলাচলের ওপর সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।সম্প্রতি আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতে সাত কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়েছে, যা এ বছরের সর্বোচ্চ।অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের শহর ডারউইনের মেটিওরোলজি ব্যুরোর ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএসিসি) সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করে।সেখানে দেখা যায়, সিনাবাং থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ছাই ছড়িয়ে পড়ছে।


এ ব্যাপারে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়ো নুগরোহো বলেন, গত মঙ্গলবার সকালে অগ্ন্যুৎপাত শুরু হয়।একই সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি ভূমিকম্প ও শিলাবৃষ্টি শুরু হয়।এক বিবৃতিতে তিনি বলেন, পাঁচটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সেসব জায়গায় দৃশ্যমানতা দাঁড়ায় মাত্র পাঁচ মিটার।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি সাধারণ মানুষকে আগ্নেয়গিরি থেকে অন্তত সাত কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।এছাড়া বন্যার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন