News71.com
 International
 22 Feb 18, 07:14 AM
 119           
 0
 22 Feb 18, 07:14 AM

ভারতে পর্যটকদের সুবিধার্থে বিনামূল্যে সিম কার্ড দিবে আইটিও ।  

ভারতে পর্যটকদের সুবিধার্থে বিনামূল্যে সিম কার্ড দিবে আইটিও ।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বিভিন্ন দেশের পর্যটকের ঢল সবসময় লেগে থাকে।এই পর্যটকদের সুবিধার্থে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপরেটরস এর (আইএটিও) তরফ থেকে।ভারতে আসা যে কোনও পর্যটকই যদি ই-ভিসা নিয়ে এ দেশে আসেন, সে ক্ষেত্রে তাকে বিমানবন্দরেই দেওয়া হবে একটি ভারতীয় সিম কার্ড।৫০ টাকা টকটাইম ও ৫০ এমবি ডেটা থাকবে সেই সিম কার্ডে।

প্রথমে নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর এ এই সার্ভিস চালু হবে। পরবর্তীকালে দেশের আরও ১৫টি বিমানবন্দরে এই সেবা শুরু করা হবে বলে জানিয়েছে পর্যটন বিভাগ। শুধুমাত্র ই-ভিসা করা পর্যটকরাই কেন এই সুবিধা পাবেন জানতে চাইলে পর্যটন মন্ত্রী মহেশ শর্মা বলেন, ই-ভিসা করলে ওই ব্যক্তি সম্পর্কে সকল তথ্যই আগে থেকে জানা থাকে।ফলে মোবাইল সিম দিতে কোনও অসুবিধাই হয় না।৩০ দিনের জন্য এই সিম কার্ডটি সচল থাকবে।২৪ ঘণ্টার জন্য ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর থাকবে পর্যটকদের সুবিধার জন্য।বাংলাদেশ,রাশিয়া, জার্মান ও জাপানি-সহ মোট ১২টি ভাষায় এই সুবিধা উপভোগ করা যাবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন