আন্তর্জাতিক ডেস্কঃ কোনও রকমে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান৷পাখির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত৷ অল্পের জন্য বেঁচে গিয়েছেন ১৮০ জন যাত্রী৷ছত্তিসগড় এর রাজধানী রায়পুর থেকে নাগপুরের উদ্দেশে রওয়ানা হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷বিমানে যাত্রী ছিলেন ১৮০ জন৷সেই বিমানে ছিলেন দুর্গ-এর সাংসদও৷সেই বিমানই কোনও রকমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল৷ জানা গিয়েছে, রায়পুর থেকে নাগপুর যাচ্ছিল বিমানটি৷আকাশে ওড়ার পর সবই ঠিক ছিল তবে ঠিক নাগপুর বিমানবন্দরে নামার আগের মূহুর্তেই একটি বড়সড় পাখি ধাক্কা খায় বিমানটিতে৷বিমানটিতে ছিলেন প্রায় ১৮০ জন যাত্রী৷এয়ার ইন্ডিয়ার এই AI-469 বিমানের যাত্রীরা সুরক্ষিত আছেন বলে সূত্র মারফত খবর মিলেছে৷