News71.com
 International
 22 Feb 18, 07:10 AM
 104           
 0
 22 Feb 18, 07:10 AM

১৮০ জন যাত্রী নিয়ে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান।  

১৮০ জন যাত্রী নিয়ে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান।   

আন্তর্জাতিক ডেস্কঃ কোনও রকমে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান৷পাখির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত৷ অল্পের জন্য বেঁচে গিয়েছেন ১৮০ জন যাত্রী৷ছত্তিসগড় এর রাজধানী রায়পুর থেকে নাগপুরের উদ্দেশে রওয়ানা হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷বিমানে যাত্রী ছিলেন ১৮০ জন৷সেই বিমানে ছিলেন দুর্গ-এর সাংসদও৷সেই বিমানই কোনও রকমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল৷ জানা গিয়েছে, রায়পুর থেকে নাগপুর যাচ্ছিল বিমানটি৷আকাশে ওড়ার পর সবই ঠিক ছিল তবে ঠিক নাগপুর বিমানবন্দরে নামার আগের মূহুর্তেই একটি বড়সড় পাখি ধাক্কা খায় বিমানটিতে৷বিমানটিতে ছিলেন প্রায় ১৮০ জন যাত্রী৷এয়ার ইন্ডিয়ার এই AI-469 বিমানের যাত্রীরা সুরক্ষিত আছেন বলে সূত্র মারফত খবর মিলেছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন