News71.com
 International
 22 Feb 18, 03:24 AM
 101           
 0
 22 Feb 18, 03:24 AM

তিব্বতে মঠে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করল চীন

তিব্বতে মঠে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করল চীন

আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতে বৌদ্ধদের সবচেয়ে পবিত্র মঠে সাম্প্রতিক অগ্নিকান্ডের পেছনে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবরে বলা হয়, এই অগ্নিকান্ডের ঘটনায় বুদ্ধের গুরুত্বপূর্ণ একটি মূর্তি অক্ষত রয়েছে।কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩শ’ বছরের বেশি পুরনো জোখাং টেম্পলে শনিবারের অগ্নিকা ঘটনাটি আড়াল করার চেষ্টা চালায়। এতে তাদের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করা হলো।ভবনটির তৃতীয় তলায় অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। তবে খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।অগ্নিকান্ডে ভবনের স্বর্ণখচিত ছাদের ক্ষতি হয়েছে।এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মঠটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ জোখাং মঠ ওল্ড লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন