News71.com
 International
 22 Feb 18, 12:44 PM
 136           
 0
 22 Feb 18, 12:44 PM

মন্টিনিগ্রোর আমেরিকান দূতাবাসে গ্রেনেড হামলা।।  

মন্টিনিগ্রোর আমেরিকান দূতাবাসে গ্রেনেড হামলা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মন্টেনিগ্রোর রাজধানী পোডগোরিকায় আমেরিকান দূতাবাস গ্রেনেড হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় এক দৃর্বৃত্ত। দ্বিতীয় গ্রেনেডে ওই ব্যক্তি আত্মঘাতী হন।স্থানীয় সময় গতকাল বুধবার মধ্যরাতের কিছু সময় আগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তবে হামলায় কারও কোনো তেমন ক্ষতি হয়নি।গ্রেনেডটি দূতাবাস সীমানা প্রাচীরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়।হামলার পরপরই দ্বিতীয় গ্রেনেডটি ছোড়া হয়।পোডগোরিকা পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।তবে হামলার কোনো চিহ্ন ওই এলাকায় দৃশ্যমান নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন