আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বিমান বাহিনীর ফ্লায়িং অফিসার অবনী চতুর্বেদী এবার যুদ্ধবিমানের বৈমানিক হলেন।দেশটির বিমান বাহিনীর তিনিই প্রথম কোনো নারী পাইলট, যে কিনা আকাশসীমা নিরাপদ রাখতে এবং শত্রুর মোকাবেলা করতে চালাবেন ফাইটার এয়ারক্রাফট।ভারতের বিমান বাহিনীর (আইএএফ) এক মুখপাত্র জানিয়েছেন, অবনী প্রথম নারী বৈমানিক হিসেবে যুদ্ধবিমান একাই চালিয়েছেন।তিনি প্রথম একক উড্ডয়নে মিগ-২১ নিয়ে উড়েছেন। ভারতীয় বিমান বাহিনীর জামনগর ঘাঁটি থেকে গত মঙ্গলবার উড্ডয়ন করেন অবনী। অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং এই তিন নারী বৈমানিককে এর আগে শ্রমসাধ্য উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় ফাইটার জেট চালনার ওপর।যার মধ্যে অবনী প্রথম কোনো নারী বৈমানিক হিসেবে এককভাবে মিগ-২১ নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন।