আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ৬৬ জন মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় তারা।৩৩৩টি জেলার ১৬৩ এর ফলাফল থেকে এই প্রতিবেদন তৈরি কর হয়েছে।নির্দিষ্ট কোনও সময় উল্লেখ না করে তারা জানায়, এখন পর্যন্ত ১১০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।গত বছরের এপ্রিলে দেশটিতে মহামারি আকারে দেখা দেয় কলেরা।এতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২ হাজার ২০০ জন।আর আক্রান্ত হয়েছে ১০ লাখেরও মতো মানুষ।
প্রায় তিন বছর ধরে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বু মানসুর হাদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে।কয়েক সপ্তাহ ধরে চলা এই অবরোধে আটকা পড়ে অনেক মানবিক সহায়তা।মূলত তখনই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইয়েমেন।এরমধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়ে কলেরা। এখন ডিপথেরিয়ার কথা জানিয়েছে ডব্লিউএইচও।তবে কোনও সময়সীমা বা সতর্কবাণী নির্দিষ্ট করে বলা হয়নি।