আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সড়ক দুর্ঘটনায় বিজেপির আইনপ্রণেতাসহ চার জন নিহত হয়েছেন। ওই আইনপ্রণেতার নাম লোকেন্দ্র সিং।গতকাল বুধবার উত্তর প্রদেশের কাকাইয়াপাড়ায় একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।উত্তর প্রদেশের পুলিশ জানায়, লোকেন্দ্র সিং উত্তর প্রদেশ রাজ্য বিধানসভার প্রতিনিধি ছিলেন। একটি সম্মেলনে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে লক্ষ্ণৌ যাচ্ছিলেন তিনি।বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ মৃত্যু হয় তার। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।