News71.com
 International
 21 Feb 18, 09:15 AM
 98           
 0
 21 Feb 18, 09:15 AM

জাপান সাগরের আকাশে রাশিয়ান যুদ্ধবিমানের টহল।

জাপান সাগরের আকাশে রাশিয়ান যুদ্ধবিমানের টহল।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার দু’টি যুদ্ধবিমানকে জাপান সাগর আকাশে টহল দিতে দেখা গেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।মন্ত্রণালয় জানায়, তু-৯৫এমএস নামের দু’টি যুদ্ধবিমান জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের আকাশে টহল দেয়। বিমান দু’টি জাপানের এফ-৪, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের কঠোর নজরদারির মধ্যে ছিল।তারা আরো জানায়, নিরপেক্ষ জলসীমার ওপর আকাশ ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনেই এ টহল পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন