News71.com
 International
 21 Feb 18, 05:37 AM
 106           
 0
 21 Feb 18, 05:37 AM

দক্ষিণ আফ্রিকায় একটি থানায় হামলা চালিয়ে ৬ পুলিশকে হত্যা ।। অস্ত্র ও গাড়ি লুট

দক্ষিণ আফ্রিকায় একটি থানায় হামলা চালিয়ে ৬ পুলিশকে হত্যা ।। অস্ত্র ও গাড়ি লুট

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর নাকোবোতে একটি থানায় বন্দুক ধারীদের হামলায় অন্তত ৬ পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লুট করা হয়েছে অন্তত দশটি অস্ত্র ও একটি গাড়ি। আজ বুধবারের এই ঘটনাকে সন্দেহভাজন ডাকাতির ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।রাজধানী জোহানেসবার্গ থেকে আটশো কিলোমিটার দূরের ওই শহরে নিহত ছয়জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও অপরজন ছুটিতে থাকা সেনা সদস্য।থানার অভ্যন্তরে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়।পরে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার পথে ছুটিতে থাকা এক সেনাসদস্যকে গুলি করে হত্যা করে।বাকি দুই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের পাওয়া যায়।ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করে নিয়ে হত্যা করে ফেলে যাওয়া হয়েছে। এই ঘটনার কারন এখনও জানতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন