News71.com
 International
 21 Feb 18, 04:17 AM
 110           
 0
 21 Feb 18, 04:17 AM

সিরিয়ার আফরিনে তুর্কি হামলায় পিছু হটল আসাদপন্থী যোদ্ধারা।  

সিরিয়ার আফরিনে তুর্কি হামলায় পিছু হটল আসাদপন্থী যোদ্ধারা।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আফরিন এলাকা থেকে তুর্কি বাহিনীর হামলার মুখে পিছু হটেছে আসাদপন্থী যোদ্ধারা।কুর্দি অধ্যুষিত আফরিন শহরে গতকাল মঙ্গলবার গাড়িবহর নিয়ে প্রবেশের পর সিরিয়ার সরকারপন্থী যোদ্ধারা সেখানে টিকতে পারেনি।তুর্কি বাহিনীর কামান ও মর্টারের গোলাবর্ষণের তোপে তারা ওই এলাকা থেকে সরে গেছে।সিরিয়ার সরকারপন্থী যোদ্ধা ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এনডিএফের যোদ্ধারা আফরিনে প্রবেশের পর তাদের অবস্থানে তুর্কি সেনারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করে।স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টার দিকে আফরিনের নাবল আল জাহরা অঞ্চলে ২০টি গাড়িসহ প্রবেশের চেষ্টা চালায় আসাদপন্থী যোদ্ধারা। একপর্যায়ে তুরস্কের সেনারা সিরিয়ার যোদ্ধাদের সতর্ক করে গোলাবর্ষণের পর ১০ কিলোমিটার পিছু হটে যায় তারা।


প্রসঙ্গত, সিরিয়ার সরকারপন্থী যোদ্ধাদের ওপর তুর্কি বাহিনী গোলাবর্ষণের ঘটনার পর উত্তেজনার মাত্রা আরও বেড়েছে।গত ২০ জানুয়ারি থেকে আফরিনে কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি ও আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্কের সামরিক বাহিনী।প্রতিবেশি দেশের ভূখণ্ডে প্রবেশ করে এভাবে অভিযান পরিচালনাকে কেন্দ্র করে সিরিয়া ও তুরস্কের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল।আফরিন শহরে তুর্কি অভিযানকে সিরিয়া অবৈধ বলে অভিহিত করেছে।২০১২ সাল থেকে আফরিন এলাকাটি কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে।যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আইএসকে হঠিয়ে ওয়াইপিজি ওই এলাকাটির দখল নিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন