আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন মাহমুদ আব্বাস।গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি এই আহবান জানান।মার্কিন নীতির কারণে এর আগে বেশ কয়েকবার মুখ থুবড়ে পড়ে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা। ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার ওপর গুরুত্বারোপ করেন প্রবীন এ ফিলিস্তিন নেতা। চলতি বছরের মাঝামাঝি থেকেই এ আলোচনা আবারও শুরু করার তাগিদ দেন মাহমুদ আব্বাস।প্রসঙ্গত, গত মঙ্গলবার ২০০৯ সালের পর আবারও জাতিসংঘে ভাষণ দিলেন ফিলিস্তিন এই নেতা।