News71.com
 International
 21 Feb 18, 12:09 PM
 90           
 0
 21 Feb 18, 12:09 PM

সিরিয়ার সরকারি বাহিনীর অভিযান অব্যাহত।। দুইদিনে নিহত ২৫৬ জন

সিরিয়ার সরকারি বাহিনীর অভিযান অব্যাহত।। দুইদিনে নিহত ২৫৬ জন

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ইস্টার্ন ঘৌটায় দেশটির সরকারি বাহিনীর ভয়াবহ রকমের বিমান হামলা আজ বুধবারও অব্যাহত থেকেছে।কেবল এদিনই শতাধিক মানুষ নিহত হয়েছে।আর সবমিলে ৪৮ ঘণ্টায় নিহত বেসামরিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০-এ। মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই খবর জানা গিয়েছে।


ইস্টার্ন ঘৌটায় প্রায় চার লাখ মানুষের বসবাস।২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে।রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।এলাকাটির পুনদর্খল নিতে চলতি মাসের শুরুর দিকে অভিযান জোরালো করে সরকারি বাহিনী।এতে শত শত মানুষ হতাহত হয়।পরে বেসামরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক বিরল অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।কিন্তু গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আবারও সেখানে অভিযান শুরু করে সরকারি বাহিনী।আর তা আজ বুধবারও অব্যাহত থাকছে।গতকাল মঙ্গলবার বিমান হামলায় ১১৭ জন নিহত হয়েছে।আর গত দুই দিনে যে সংখ্যক মানুষ নিহত হয়েছে তা ২০১৩ সালের রাসায়নিক হামলার পর থেকে সর্বোচ্চ প্রাণহানি।ঘৌটায় দুইদিনে ৫০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন