News71.com
 International
 21 Feb 18, 10:20 AM
 160           
 0
 21 Feb 18, 10:20 AM

শত্রুদের কড়া জবাব দিতে ২২০০ কোটি ব্যায়ে ১৫০ যুদ্ধযান কিনতে চায় ভারত।।

শত্রুদের কড়া জবাব দিতে ২২০০ কোটি ব্যায়ে ১৫০ যুদ্ধযান কিনতে চায় ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করতে ২২০০ কোটি টাকা দিয়ে ১৫০টি ইনফ্যান্টরি কমব্যাট ভেইকল কিনতে চাইছে ভারতীয় সেনা। এগুলি যুদ্ধক্ষেত্রে শত্রুদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্রে খবর,আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকেই এই প্রস্তাব রাখা হবে। মরু অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ট্যাংক রেজিমেন্টের সঙ্গে ঢুকে পড়তে পারবে এই সব কমব্যাট ভেইকল। এই ধরণের যুদ্ধযানকে কামানের দিক ঠিক করার জন্য ব্যবহার করে সেনা।

অন্যদিকে,সেনাবাহিনীর অস্ত্রের আধুনিকীকরণের জন্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকের সংখ্যা বাড়িয়েছেন সীতারামণ। ফেব্রুয়ারিতেই অন্তত তিনটি এইরকম বৈঠকে উপস্থিত থাকবে সীতারামন। যেখানে লাইট মেশিন গান,কার্বাইন নিয়ে কথাবার্তা হবে। এছাড়া অদূর ভবিষ্যতে শত্রুদের জবাব দিতে ‘ফিউচারিস্টিক’ অস্ত্র আনার চেষ্টাও করছে সেনাবাহিনী। L&T, Tata Motors, Reliance, Mahindra-র মত সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হবে এইসব অস্ত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন