News71.com
 International
 20 Feb 18, 10:22 AM
 126           
 0
 20 Feb 18, 10:22 AM

রাজনীতিবিদ-সাংবাদিকদের নৈশভোজে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।

রাজনীতিবিদ-সাংবাদিকদের নৈশভোজে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের গ্রিডিরন ক্লাব ডিনারে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও সাংবাদিকদের বার্ষিক মিলনমেলা। প্রায়ই গণমাধ্যম কর্মীদের তীব্র ভর্ৎসনা করে আসা ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট প্রথমবারের মতো এই মিলনমেলায় যোগ দিতে যাচ্ছেন। হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স ট্রাম্পের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ‘ডব্লিউএইচসিএ (হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন)-এর নৈশভোজে ট্রাম্পের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান। এটিও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অপর একটি নৈশভোজের আয়োজন। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এই নৈশভোজে অংশ নেন। কিন্তু গতবছর ট্রাম্প এতে অংশ নেননি। এই নৈশভোজে অংশ না নিয়ে ট্রাম্প পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে তার সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন