News71.com
 International
 20 Feb 18, 05:25 AM
 122           
 0
 20 Feb 18, 05:25 AM

নেপালের প্রধান দু’টি বাম দলের একিভূত হওয়ার ঘোষণা।

নেপালের প্রধান দু’টি বাম দলের একিভূত হওয়ার ঘোষণা।

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে গতকাল সোমবার প্রধান দু’টি বাম দল যুক্ত হয়ে একটি নতুন কমিউনিস্ট পার্টি গঠনে চুক্তি স্বাক্ষর করেছে।দল দু’টির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে।কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনাইটেড মার্কসবাদ লেনিনবাদ) ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী সেন্টার) এর নেতারা সাতটি শর্তের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। দল দুটির মধ্যে কয়েক মাস ধরে দীর্ঘ আলোচনার পর সোমবার রাতে রাজধানী কাঠমান্ডুতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।পার্টি যুক্ত করার সমন্বয় কমিটির বৈঠকে একত্রীকরণ চুক্তিটির একটি খসড়া প্রস্তুত করা হয়।সিপিএন (ইউএমএল) চেয়ারম্যান কে.পি শর্মা ওলি ও মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুষ্প কমল দাহাল এতে অনুমোদন দেন।চুক্তির শর্ত অনুযায়ী নতুন দলটির নাম হবে নেপাল কমিউনিস্ট পার্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন