News71.com
 International
 20 Feb 18, 05:05 AM
 113           
 0
 20 Feb 18, 05:05 AM

নাইজেরিয়ায় হত্যাযজ্ঞের ৩ সন্দেহভাজন আটক।।

নাইজেরিয়ায় হত্যাযজ্ঞের ৩ সন্দেহভাজন আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জমফারা রাজ্যের একটি গ্রামে হত্যাযজ্ঞ চালানোর অপরাধে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা গত সপ্তাহে গ্রামটিতে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ জনকে হত্যা করে। স্থানীয় পুলিশ আজ এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জমফরা পুলিশ প্রধান কেনেথ এমব্রিমসন রাজ্যের রাজধানী গুসাউতে সাংবাদিকদের বলেন,গ্রেফতার হওয়া প্রধান এ তিন সন্দেহভাজন সেখানে হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছে। তিনি আরও জানান,এ ঘটনায় পলাতক অন্যান্য সন্দেহভাজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশের গোয়েন্দা সদস্যরা। উল্লেখ্য,গত বুধবার জমফরা রাজ্যের জুরমির বিরানি গ্রামে বুন্দুকধারীরা এ হত্যাযজ্ঞ চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন