আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জমফারা রাজ্যের একটি গ্রামে হত্যাযজ্ঞ চালানোর অপরাধে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা গত সপ্তাহে গ্রামটিতে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ জনকে হত্যা করে। স্থানীয় পুলিশ আজ এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জমফরা পুলিশ প্রধান কেনেথ এমব্রিমসন রাজ্যের রাজধানী গুসাউতে সাংবাদিকদের বলেন,গ্রেফতার হওয়া প্রধান এ তিন সন্দেহভাজন সেখানে হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছে। তিনি আরও জানান,এ ঘটনায় পলাতক অন্যান্য সন্দেহভাজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশের গোয়েন্দা সদস্যরা। উল্লেখ্য,গত বুধবার জমফরা রাজ্যের জুরমির বিরানি গ্রামে বুন্দুকধারীরা এ হত্যাযজ্ঞ চালায়।