News71.com
 International
 20 Feb 18, 05:05 AM
 106           
 0
 20 Feb 18, 05:05 AM

রক্তাক্ত পাকিস্তান: লাহোরে আদালতে সহকর্মীর গুলিতে ২ আইনজীবীর মৃত্যু

রক্তাক্ত পাকিস্তান: লাহোরে আদালতে সহকর্মীর গুলিতে ২ আইনজীবীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ সহকর্মীর গুলিতে পাকিস্তানের লাহোরের একটি আদালত প্রাঙ্গণে দুই আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের ওই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রানা নাদিমের একজন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতরা হলেন- রানা নাদিম ও রানা ওয়াইস। হত্যাকারী আইনজীবীকে পুলিশ আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হত্যাকারী আইনজীবীদের সঙ্গে নিহতদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পর পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে। এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি লাহোরের আদালতে প্রাঙ্গণে বিচারাধীন হত্যা মামলার এক আসামিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে। এতে এক পুলিশ সদস্যও নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন