আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২০ শিশুসহ অন্তত ৭৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।আহত হয়েছে আরও প্রায় ৩০০শত মানুষ। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন ঘৌটা এলাকায় এ হামলা চালানো হয়।আজ মঙ্গলবার সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে। ইস্টার্ন ঘৌটায় প্রায় চার লাখ মানুষের বসবাস।২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে।রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।এলাকাটির পুনদর্খল নিতে চলতি মাসের শুরুর দিকে অভিযান জোরালো করে সরকারি বাহিনী।এতে শত শত মানুষ হতাহত হয়।পরে বেসামরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক বিরল অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।গত রবিবার থেকে আবার সেখানে অভিযান শুরু করে সরকারি বাহিনী।