আন্তর্জাতিক ডেস্কঃ এবার হ্যাকারদের কবলে পড়েছে ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক। সুইফট সিস্টেম ব্যবহার করে তিনটি অননুমোদিত অ্যাকাউন্টের মাধ্যমে দুই মিলিয়ন (২০ লাখ) ডলার অর্থ চুরি করা হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। অর্থ চুরির একটি সংবাদ গত শনিবার প্রকাশের পর ব্যাংকটি গতকাল তা স্বীকার করেছে। তারা বলছে দুবাই,তুরস্ক ও চীনে এই অর্থ পাঠানো হয়েছে। সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন কামাকতি এটিকে একটি ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে বলেছেন এর একাধিক দেশের নাগরিকরা সম্পৃক্ত। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন,এই ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে। তিনি বলেন,মূলত এটি আন্তর্জাতিক অপরাধ চক্র কর্তৃক একটি সাইবার আক্রমণ।
কামাকতি আরও বলেন,এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটির অভ্যণ্তরে কোনো কর্মীর এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। আমরা নিশ্চিত যে,অ্যাকাউন্টধারীরাও এই ষড়যন্ত্রের একটি অংশ। তিনি বলেন,ঘটনা তদন্তে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্টরা কাজ করছেন। সিটি ইউনিয়ন ব্যাংক ও এর অভ্যন্তরীণ নজরদারী ব্যবস্থাকে শক্তিশালী করছে। এর আগে একইভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছিল যে তারা ১.৭ বিলিয়ন ডলার অর্থ জালিয়াতির শিকার হয়েছে। তাছাড়া আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনভিত্তিক একটি ব্যাংকে ১ মিলিয়ন ডলার স্থানান্তর করার ঘটনাও সম্প্রতি ঘটেছে। গত বছর বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরির পর থেকেই অর্থ আদান-প্রদানে ব্যবহৃত হয় এমন কম্পিউটারগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে আসছে ব্রাসেলস ভিত্তিক সুইফট। সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) হলো আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী একটি ব্যবস্থা।
ভারতের ব্যাংকিং নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন,ভারতীয় ব্যাংক যে সুইফট মেসেজিং প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে ভারতে, কেন্দ্রীয় ব্যাংকসহ দেশটির ১০০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠা সুইফট ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সারা বিশ্বেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও কেন্দ্রীয় এই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। তবে সেজন্য আমাদের দেশের মতো বিশেষ কাউকে ভিক্টিমাইজ করার চেষ্টা করা হয়নি।