আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে ১২ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে আজ সোমবার রাতে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত।প্রতিবেদনে বলা হয়, ১ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল এই ১২জন এমপিকে যেন তাদের দায়িত্বে পুনর্বহাল করা হয়।গত ৬ ফেব্রুয়ারি ৯ বিরোধী নেতার মুক্তির আদেশ প্রত্যাহার করলেও ১২ বিরোধী দলীয় আইনপ্রণেতাকে পুনর্বহালের আদেশটি বহাল রেখেছিল।আজ সোমবার নতুন আদেশে সেই নির্দেশনা পাল্টে গেল।সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে প্রেসিডেন্ট ইয়ামিনের দল ৮৫ এমপিকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো।
১২ এমপিকে পুনর্বহালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই মালদ্বীপে রাজনৈতিক সংকট শুরু হয়।ওই রায়ে প্রধান বিচারপতি ও আরেক বিচারপতি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মুক্তির আদেশ দেন।গত ৬ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আব্দুল্লা ইয়ামেন।গ্রেফতার করা হয় প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ।শুরু থেকেই সংকট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট।আগামীকাল মঙ্গলবার এই জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।কিন্তু এর মধ্যে মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।