News71.com
 International
 19 Feb 18, 07:31 AM
 138           
 0
 19 Feb 18, 07:31 AM

মোদীর গুজরাট পৌর নির্বাচনে ৭৫ আসনে ৪৭টি পেয়েছে বিজেপি।

মোদীর গুজরাট পৌর নির্বাচনে ৭৫ আসনে ৪৭টি পেয়েছে বিজেপি।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের পৌরসভা নির্বাচনে ৭৫টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ৪৭টি আসনে জয়ী হয়েছে।কোনো দলের এটাই সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্তি।তবে এবার বিজেপির আসনসংখ্যা ২০১৩ সালের চেয়ে কমেছে।সেবার ৭৯ আসনের মধ্যে ৫৯টি পেয়েছিল তারা।গুজরাটে গত শনিবার অনুষ্ঠিত ৭৫টি পৌরসভা, দুটি জেলা পঞ্চায়েত এবং তালুক নির্বাচন অনুষ্ঠিত হয়।পৌর নির্বাচনে বিজেপির পর সবচে বেশি ১৬টি আসন পেয়েছে কংগ্রেস।৬টি আসনে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি।৪টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর বাকি দুটি জিতেছে অন্য দলগুলো।


২০১৩ সালের তুলনায় কংগ্রেসের আসনসংখ্যা কিছুটা বেড়েছে।সেবার তারা পেয়েছিল ১১টি আসন।পরে ৫টি আসন তাদের হাতছাড়া হয়ে যায়। এই পাঁচ আসনে বিজয়ী কংগ্রেসী প্রার্থীরা বিজেপিতে নাম লেখানোর কারণে।গত ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করায় পৌরসভা নির্বাচনে ভালো করার জন্য মরিয়া ছিল বিজেপি।তবে পৌর নির্বাচনের ফলাফল বিজেপির জন্য আশানুরূপ হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন