নিউজ ডেস্কঃ অপরাধ বিষয়ক সাংবাদিকতা ভীষণ ঝুঁকির কাজ।আর সেই কাজ করতে গিয়েই সম্ভবত চরম মাশুল চোকাতে হল ভারতের এক সাংবাদিককে।ভারতের নাগপুরের সাংবাদিকের মা ও আঠেরো মাসের শিশুকন্যাকে দুষ্কৃতীরা খুন করেছে।গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন ঊষা এস কাম্বলি ও তাঁর ১৮ মাস বয়সী নাতনি রাশি।আজ সোমবার নাগপুরের সীতাবুলদি এলাকায় একটি স্কুলের পিছনের ড্রেনে তাদের লাশ উদ্ধার হয়।নাগপুর টাইমসের ক্রাইম রিপোর্টার ছিলেন রবিকান্ত কাম্বলি।তিনি জানিয়েছেন,গত শনিবার দিঘোরি এলাকায় সন্ধ্যায় নাতনিকে নিয়ে ঊষাদেবী বাজারে গিয়েছিলেন।তারপর থেকে উধাও ছিলেন।আজ সোমবার দেহ উদ্ধার হয়।খুন হয়েছেন দুজনেই।গলা কেটে খুন করে দেহ ব্যাগে ভরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।এই ঘটনার পিছনে রবিকান্তের পেশাগত জীবন নাকি অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে।