আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ল্যাংকাউয়ি রিসোর্টে প্রায় চার ঘণ্টা ধরে ক্যাবল কারের ভেতরে আটকা পড়েছিলেন প্রায় ৮০ জন পর্যটক। কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাবল কারে পদ্ধতিগত ত্রুটির কারণে এমন সমস্যা হয়েছে। খবর এনডিটিভি।ল্যাংকাউয়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিযান নোরদিন জানিয়েছেন, প্রায় ৮৯ পর্যটক মূল স্টেশনে এসে পৌঁছান। তারা ক্যাবল কারে কয়েক ঘণ্টা ধরে আটকা ছিলেন। বার্তাসংস্থা শিনহুয়া নিউজের এক খবরে বলা হয়েছে, পর্যটকরা আটকা পড়ার পর পরই সেখানে প্রযুক্তিবিদদের পাঠানো হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণেই ক্যাবল কারগুলোর চলাচল বাধাগ্রস্ত হয়।