News71.com
 International
 19 Feb 18, 12:00 PM
 119           
 0
 19 Feb 18, 12:00 PM

ইউরোপে ইহুদি নিধনের জন্য ইহুদিরাই দায়ী ।। পোল্যান্ডের প্রধানমন্ত্রী

ইউরোপে ইহুদি নিধনের জন্য ইহুদিরাই দায়ী ।। পোল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেইস মোরাউইস্কি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্ট বা ইহুদি নিধন এর অপরাধের জন্য পোলিশ ও অন্যান্যদের মতো ইহুদিরাও দায়ী।তবে তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি মাসেই হলোকস্ট বিষয়ক একটি নতুন আইন পাশ করে পোল্যান্ড। যাতে পোল্যান্ডও হলোকাস্টের সহযোগী ছিলো বলার জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়।এই আইনের অধীনে, জার্মান থার্ড রাইখের করা কোন অপরাধের জন্য পোলিশ জাতি বা রাষ্ট্রকে দায়ী বলা হলে, যে কেউ অর্থ দণ্ড বা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। আর এর পর থেকেই পোল্যান্ডের তীব্র সমালোচনা করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন