আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আড়াইশ’ বুথে ইভিএম বিভ্রাট হয়েছে। এছাড়া ভারতের এই রাজ্যটিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল পরীক্ষা হয়ে গেল ক্ষমতায় মানিক না হীরা আসবে। ফল জানা যাবে আগামী ৩ মার্চ। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে গতকাল ভোট অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ২১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৫ লাখ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটারই ছিল সরকার নির্ধারণের চাবিকাঠি। নারী ভোটার ১২ লাখ ৬৮ হাজার ২৭ জন,পুরুষ ভোটার ১৩ লাখ ৫ হাজার ৩৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১১জন। ভোটদানের হার ছিল ৭৮ দশমিক ৫৬ ভাগ। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।