News71.com
 International
 19 Feb 18, 11:44 AM
 127           
 0
 19 Feb 18, 11:44 AM

ভারতের ত্রিপুরায় শান্তিপূর্ণ ভাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত।।  

ভারতের ত্রিপুরায় শান্তিপূর্ণ ভাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আড়াইশ’ বুথে ইভিএম বিভ্রাট হয়েছে। এছাড়া ভারতের এই রাজ্যটিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল পরীক্ষা হয়ে গেল ক্ষমতায় মানিক না হীরা আসবে। ফল জানা যাবে আগামী ৩ মার্চ। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে গতকাল ভোট অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ২১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৫ লাখ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটারই ছিল সরকার নির্ধারণের চাবিকাঠি। নারী ভোটার ১২ লাখ ৬৮ হাজার ২৭ জন,পুরুষ ভোটার ১৩ লাখ ৫ হাজার ৩৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১১জন। ভোটদানের হার ছিল ৭৮ দশমিক ৫৬ ভাগ। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন