আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুলে হামলার ৪ দিনের মধ্যে এবার রাশিয়ার একটি গির্জায় বন্দুকধারীর হামলার ঘটনা ঘটলো। দেশটির দাগেস্তান অঞ্চলের একটি গির্জায় ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। স্থানীয় সময় গতকাল রবিবার কিজলিয়ার শহরে এ ঘটনা ঘটে। মেয়র আলেকজান্ডার শুভালভের বরাত দিয়ে সূত্র জানিয়েছে,অর্থডক্স ওই গির্জা থেকে প্রার্থণাকারীরা যখন বের হয়ে আসছিলেন তখনই এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তিনি বলেন,পাঁচজন নিহত হয়েছে। বন্দুকধারীও নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও এক নারী আহত হয়েছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। সূত্র জানিয়েছে,বন্দুকধারীর পরিচয় জানা গেছে। ২০ বছরের ওই তরুণ স্থানীয় বাসিন্দা।