News71.com
 International
 18 Feb 18, 06:59 AM
 603           
 0
 18 Feb 18, 06:59 AM

পরিবারের সঙ্গে তাজমহল পরিদর্শনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।।  

পরিবারের সঙ্গে তাজমহল পরিদর্শনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল পরিদর্শন করলেন ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর সঙ্গেই স্ত্রী সোফি গ্রেগরি ও তিন সন্তান-জেভিয়ার জেমস ট্রুডো,এলা গ্রেস মার্গারেট ও হ্যাড্রিয়েন। আজ রবিবার সকালের দিকে দিল্লি থেকে বিশেষ বিমানে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে আগ্রায় ট্রুডো। এরপর সকাল পৌনে ১১টার দিকে তাজমহলে প্রবেশ করেন। এ সময় ট্রুডোর পরনে ছিল নীল রঙের স্যুট ও ঘিয়ে রঙের ট্রাউজার। সোফির পরনে ছিল নকশা করা গ্রাউন। স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে বেশ কিছুটা সময় কাটান ট্রুডো। ঘুরে দেখেন প্রেমের এই স্মৃতিস্তম্ভটি। এরপর তাজের সামনে বসে বিভিন্ন ভঙ্গিমায় ছবিও তোলেন তারা।

পরে কানাডার প্রধানমন্ত্রী তাজের ভিজিটরস বুকে লেখেন,বিশ্বের অন্যতম সুন্দর এই জায়গাটি পরিদর্শন করতে পেরে আপনাদের সকলকে ধন্যবাদ। তাজমহলে তাঁর দ্বিতীয় সফরের কথা স্মরণ করে তিনি বলেন,প্রায় ৩৫ বছর আগে আমার যখন ১১ বছর বয়স ছিল,আমি আমার বাবা (সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো)’এর সঙ্গে সরকারি সফরে ভারত সফরে আসি। তখন দিল্লি থেকে আগ্রায় এসে তাজ পরিদর্শন করি। জাস্টিন ট্রুডো জানান,সরকারি সফরে আমার সন্তানদের এখানে নিয়ে আসাটা আমার কাছে খুবই স্পেশাল এবং একজন বাবা হিসাবে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটা সত্যিই খুব সুন্দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন