News71.com
 International
 27 Apr 16, 10:58 AM
 646           
 0
 27 Apr 16, 10:58 AM

নাইজেরিয়ায় সাবেক এমপির ১৫৪ বছর কারাদণ্ড ।।

নাইজেরিয়ায় সাবেক এমপির ১৫৪ বছর কারাদণ্ড ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতি ও অর্থপাচারের দায়ে নাইজেরিয়ার একটি আদালত দেশটির সাবেক এক এমপিকে ১৫৪ বছরের কারাদণ্ড দিয়েছে। মধ্যাঞ্চলীয় কোজি প্রদেশের গ্যাব্রিয়েল দাউদুর বিরুদ্ধে ৭৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল তাকে ওই দণ্ড দেওয়া হয়েছে বলে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ বলেছেন।

অবশ্য আদালতের বিচারক বলেছেন, সবগুলো অভিযোগে পাওয়া শাস্তি একযোগে শুরু হবে। তার অর্থ দাঁড়ায় দাউদুকে মাত্র দুইবছর কারাগারে কাটাতে হবে। অভিযোগে প্রকাশ, দাউদুর বিচার শুরু হয় ২০১০ সালে। তার বিরুদ্ধে ৭০ লাখ মার্কিন ডলার পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

তবে এই আদালতের রায়ের বিরুদ্ধে দাউদু আপিল করবেন কিনা কিংবা পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া গেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নাইজেরিয়ায় দুর্নীতি মহামারির আকার ধারণ করেছে। গেল বছর দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নির্বাচনে জয় লাভ করার পর এ সমস্যা মোকাবিলার অঙ্গীকার করেছিলেন ।

তবে অনেকেই অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট শুধুমাত্র বিরোধীদের লক্ষ্যে পরিণত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন