নিউজ ডেস্কঃ বাংলাদেশে চলমান পরিস্থিতির অবসান হয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ তেমন একটি পরিবেশ গড়ে উঠবে।গতকাল শনিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন প্রত্যাশার কথা জানান।এ সময় রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন দুজারিক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় কোনো পদক্ষেপ নিয়েছে কি-না? এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং প্রত্যাশা ব্যক্ত করি,যেকোনো দেশের ক্ষেত্রেই,এটা আমাদের মৌলিক অবস্থান।আমরা আশা করছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হতে পারে, সে রকম একটি পরিবেশ গড়ে তোলা হবে।