News71.com
 International
 17 Feb 18, 06:26 AM
 149           
 0
 17 Feb 18, 06:26 AM

রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি ।। জাতিসংঘ  

রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি ।। জাতিসংঘ   

আন্তর্জাতিক ডেস্কঃ এখনো রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার মতো উপযোগী পরিবেশ সৃষ্টি হয়নি।মিয়ানমারে তাদেরকে যে বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল, সেই বাড়িতে ফিরে যেতে দিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক।সম্প্রতি শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো অনুকূল পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।প্রত্যাবর্তন হতে হবে স্বেচ্ছায়।বিদ্যমান আইনের আওতায় তা হতে হবে।পরিস্থিতি সম্পর্কে রোহিঙ্গাদের অবহিত থাকার বিষয়ে সম্মান জানাতে হবে।তারা কোথায় ফিরে যেতে চায় সেটা তাদেরকে বেছে নিতে দিতে হবে।

শরনার্থীরা যে বাড়ি ফেলে এসেছেন, তাদেরকে সেখানে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে।তাদেরকে কোনো ক্যাম্প বা আশ্রয় শিবিরে পাঠানো উচিত হবে না।তাদেরকে অবশ্যই সেই বাড়িতে যেতে দিতে হবে, যা তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন।তাই শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার মনে করছেন এসব শর্ত এখনও পূর্ণ কর হয়নি। তারপরও জোরালোভাবে বলতে হয়, যেকোনো প্রত্যাবর্তন হতে হবে স্বেচ্ছায়। সেখানে কোনো শক্তি প্রয়োগ করা উচিত নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন