News71.com
 International
 17 Feb 18, 02:33 AM
 106           
 0
 17 Feb 18, 02:33 AM

আন্তর্জাতিক আদালতে আফগানিস্তানের ১১ লক্ষ ৭০ হাজার যুদ্ধাপরাধের অভিযোগ।।

আন্তর্জাতিক আদালতে আফগানিস্তানের ১১ লক্ষ ৭০ হাজার যুদ্ধাপরাধের অভিযোগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান বহু বছর ধরেই অশান্তিতে আছে। বিভিন্ন দেশের সামরিক বাহিনী এখানে অভিযান পরিচালনা করেছে। আবার দেশটির অভ্যন্তরের সংঘাতও কম নয়। এ প্রেক্ষাপটে সম্প্রতি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আফগানিস্তানের এসব অপরাধের অভিযোগ গ্রহণ করা শুরু করে। এতে তিন মাসেই ১১ লাখ ৭০ হাজার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে দেখা যায়,আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এছাড়া রয়েছে আফগান সরকারি বাহিনী ও আফগান গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ। তবে শুধু মার্কিন মদদপুষ্ট বাহিনীই নয়,আফগানিস্তানের তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ জমা পড়েছে অসংখ্য।

এ বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো ঠিক করেননি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা। ১১ লক্ষাধিক অভিযোগ জমা পড়লেও এসব অভিযোগের ক্ষতিগ্রস্তের সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কারণ এক একটি যুদ্ধাপরাধে একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। জাতিসংঘের সাম্প্রতিকতম সমীক্ষায় বলা হয়েছে,গত এক বছরে আফগানিস্তানে যুদ্ধের কারণে নিহত হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ৷ আহতের সংখ্যা অগুণতি৷ ২০১৬ সালের চেয়ে যা অন্ততপক্ষে ৯ শতাংশ বেশি৷ জাতিসংঘের রিপোর্টে জানানো হয়েছে যে,নিহতদের অধিকাংশই তালেবান এবং আইএস জঙ্গিদের আক্রমণের শিকার। এ অবস্থায় হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত কিভাবে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে,তা নিয়ে আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন